No reporter name available.
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের লোটনী এলাকা থেকে ২০হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকিব উর রাজার নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তার নারীর নাম তছলিমা বেগম (৪০)। তিনি লোটনী এলাকার জাফর আহমদের স্ত্রী।
চকরিয়া থানার পুলিশ জানায়, টেকনাফের একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলযোগে ২০হাজার ইয়াবা নিয়ে লোটনী এলাকার তছলিমা বেগমের বাড়িতে এনে মজুদ রাখেন। গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে হানা দেয়। এসময় ২০হাজার ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ এবং তছলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার বিকেলে তাকে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।