👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পুরাতন বহদ্দারপাড়া এলাকায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে জামালুন্নাহার (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর চারটার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে তিনি মারা যান। এর আগে রোববার সন্ধ্যা ছয়টার দিকে তিনি দগ্ধ হন।
নিহত জামালুন্নাহার পুরাতন বহদ্দারপাড়া এলাকার মৃত শামসুল আলমের স্ত্রী। তিনি বাড়িতে একা থাকতেন।
নিহতের আত্মীয়-স্বজনেরা বলেন, রোববার সন্ধ্যা ছয়টার দিকে জামালুন্নাহার বসতঘরের ভেতরে গ্যাসের চুলায় রান্না করছিলেন। এসময় অসতর্কতায় তাঁর শাড়িতে আগুন লাগে। এতে তিনি দগ্ধ হন। তাকে উদ্ধারের পর প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর চারটার দিকে তিনি মারা যান।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, 'জামালুন্নাহারের শরীরের ৭০ভাগ পুড়ে গিয়েছিল। এজন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।'
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, দগ্ধ হয়ে নিহত জামালুন্নাহারের তথ্য যাচাই-বাছাই করে ঢাকার বার্ন ইউনিটের পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে। লাশ জামালুন্নাহারের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।'