Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

কক্সবাজার সৈকতের সমিতিপাড়া ঝাউবাগানের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে মৎস্য কর্মকর্তা, বন বিভাগ, আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা।

উপজেলা প্রশাসন জানায়, অন্তত ১০টি অবৈধ স্থাপনা, কিছু গাছের বাগান ও মাছের প্রকল্পের ঘেরা-বেড়া গুড়িয়ে দেয়া হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।

সরেজমিনে দেখা যায়, সৈকতের বালিয়াড়ি দখল করে ছোট-বড় স্থাপনার পাশাপাশি পেয়ারা বাগান, ইউক্যালিপটাস গাছের বাগান ও মাছের প্রকল্প করা হয়েছে। উচ্ছেদ অভিযানে কয়েকটি স্থাপনা, গাছের বাগান ও মাছের প্রকল্পের ঘেরা-বেড়া ভাঙা হয়েছে। এছাড়া স্কুল ও মাঠের নামে স্থাপন করা দুটি ভিত্তিপ্রস্তরও গুড়িয়ে ফেলা হয়েছে। তবে এখনও অসংখ্য অবৈধ স্থাপনা থেকে গেছে বালিয়াড়ি জুড়ে।

এপ্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামী বলেন, সরকারি খাস জায়গায় নির্মাণ করা সকল স্থাপনা আমরা ক্রমান্বয়ে উচ্ছেদ করব। এটি সরকারি খাস জমি, এই জায়গা আমরা উদ্ধারে কাজ করে যাবো।

0Shares