দেশে প্রথমবারের মতো দুই দিনব্যাপী সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে কাল শনিবার। ‘ওশানোগ্রাফি ফর সাসটেইনেবল ব্লু ইকোনমি: ইনোভেশন ফর বেটার ফিউচার’ স্লোগানে কক্সবাজারে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের একমাত্র সমুদ্রগবেষণা প্রতিষ্ঠান কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পেচারদ্বীপের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে ওই সমুদ্র সম্মেলনের উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন।
দুই দিনের সম্মেলনে সমুদ্র বিজ্ঞান গবেষনার ৬টি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এগুলো হলো ফিজিক্যাল অ্যান্ড স্পেস ওশানোগ্রাফি, বায়োলজিক্যাল ওশানোগ্রাফি, ক্যামিক্যাল ওশানোগ্রাফি, জিওলজিক্যাল ওশানোগ্রাফি, এনভায়রম্যান্টাল ওশানোগ্রাফি অ্যাণ্ড ক্লাইমেট চেঞ্জ এবং ব্লু ইকোনমি।
সম্মেলনের প্রস্তুতি নিয়ে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনিস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ও সম্মেলনের আহ্বায়ক তৌহিদা রশীদ।
তিনি লিখিত বক্তব্যে বলেন, আর্ন্তজাতিক এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে দেশ-বিদেশের প্রখ্যাত সমুদ্র বিজ্ঞানী ও গবেষকদের একত্রিত করা এবং তাঁদের অভিজ্ঞতা ও গবেষণার ফলাফলগুলোকে উপস্থাপন করা। এর মাধ্যমে সমুদ্র গবেষণার বর্তমান, ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং চ্যালেঞ্জসমূহ সম্পর্কে দিকনির্দেশনা পাওয়া যাবে, যা গবেষকদের গবেষণা কাজের পাথেয় হবে। এই সম্মেলন সমুদ্র সম্পর্কিতনীতি নিরূপন ও বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হওয়াকে সহজ করবে। এছাড়া উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুনীল অর্থনীতির যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়ন ও গতিশীল করতে এ ধরণের আর্ন্তজাতিক সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে।
তৌহিদা রশীদ আরও বলেন, সুনীল অর্থনীতির গুরুত্ব বিবেচনায় সম্মেলনে অংশগ্রহণের জন্য গত ১০ নভেম্বর ওয়েবসাইটে ‘কল ফর অবস্ট্র্যাক’ প্রকাশ করা হয়। এতে সাড়া দিয়ে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ২৪০টি অবষ্ট্র্যাক জমা দেয়। এর মধ্যে থেকে ৭২টি ওরাল ও ১৩০টি পোস্টার উপস্থাপনের জন্য নির্বাচন করা হয়েছে। ওরাল উপস্থাপনগুলো মোট ১১টি টেকনিক্যাল সেশনের মাধ্যমে দেশ-বিদেশের প্রায় ৩০জন সমুদ্র বিজ্ঞানীর মাধ্যমে দুই দিনে সম্পন্ন হবে। পোস্টার উপস্থাপনগুলো ৭টি টেকনিক্যাল সেশনে দুই দিনে সম্পন্ন হবে এবং প্রথম তিনজনকে বেষ্ট পোস্টার প্রেজেন্টার হিসেবে পুরষ্কৃত করা হবে।
সম্মেলনের প্রথমদিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্চ ও ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর জেনারেল ফাংলি চিয়াও, ইউনেস্কোর ইন্টার গর্ভম্যান্টাল ওশানোগ্রাফিক কমিশন ও ওশান কার্বন সোর্সেস অ্যান্ড সিঙ্কস এর কর্মসূচি বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান আইসেন্স, পররাষ্ট্র মন্ত্রনালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান খুরশেদ আলম।
সমাপনী দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডিপার্টমেন্ট অব জিওলজিক্যাল ওশানোগ্রাফির অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক রণধীর মুখোপাধ্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ওশানোগ্রাফি অ্যাণ্ড হাইড্রোগ্রাফির আফতাব আলম খান, ভারতের ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের হেড অব ব্লু ইকোনমি অ্যাও ক্লাস্টার চিমি ইউডন।