👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ পাচারকালে অভিযান চালিয়ে গাছবোঝাই একটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।
শুক্রবার রাত ১০টার দিকে পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে বারবাকিয়া রেঞ্জ অফিসার হাবিবুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে গাছের গাড়িটি জব্দ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বারবাকিয়া রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ পাচার অনেকটা কমে গেছে। তাই গাছ পাচারকারীরা এখন ভিন্ন এলাকার সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করতে মেতেছেন। প্রতিদিন সন্ধ্যা গনিয়ে আসলে আজিজ নগর, ফাইতং, হারবাং, লামার, সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে মাদার ট্রি (গর্জন) থেকে শুরু করে নানান প্রজাতির গাছ নিয়ে আসেন পেকুয়া বাজার, রাজাখালী আরবশাহ বাজার, বারবাকিয়া বাজারে। এসব এলাকায় রয়েছে লাইসেন্স বিহীন অবৈধ করাতকল। গেল কয়দিন আগে উপজেলার প্রসাশন ও বনবিভাগে যৌথ অভিযান চালিয়ে কয়েকটি করাতকল বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন বন্ধ করে দেওয়া করাতকল গুলো আবারও পুরোদমে চালু করা হয়েছে। নির্বিচারে চেরাই করা হচ্ছে বনাঞ্চলের গাছ। এতে প্রসাশন ও বনবিভাগের অভিযান অনেকটা ভেস্তে গেছে।
ট্রাকভর্তি গাছের গাড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করে বারবাকিয়া রেঞ্জ অফিসার হাবিবুল হক বলেন, পার্শ্ববর্তী উপজেলা চকরিয়া ও বান্দরবানের সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে নিয়মিত গাছ পাচার করতে সক্রিয় আছে একটি পাচারকারী চক্র। বনাঞ্চলের গাছ পাচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সামনেও এ অভিযান চলমান থাকবে।