কক্সবাজারের রামুতে বাড়ির আঙিনায় ফুলবাগানে কাজ করার সময় পিকআপ গাড়ির চাপায় এক স্কুল শিক্ষিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটার দিকে রামু-মরিচ্যা সড়কের রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমারী রাখাইন (৪৯) একই এলাকার উহ্লা রাখাইনের স্ত্রী। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
স্থানীয় লোকজন বলেন, শনিবার সকালে রামু-মরিচ্যা সড়ক সংলগ্ন বাড়ির আঙিনায় ফুলের বাগানের পরিচর্যা করছিলেন ইমারী রাখাইন । এমন সময় রামু উপজেলামুখী দ্রুতগামীর একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বসত ভিটের ঘেরা-বেড়া ভেঙে তাকে চাপা দেয়। এতে ইমারী রাখাইনের নাড়ী-ভুড়ি বের হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমন কান্তি চৌধুরী বলেন, এখন পর্যন্ত নিহত শিক্ষকের পরিবার লিখিত অভিযোগ দেননি। তবে পুলিশ গাড়িটি জব্দ ও চালককে আটকের চেষ্টা করছে।