Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজারে দুইদিনের সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

কক্সবাজারে দুইদিনের সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় কক্সাবাজার মেরিন ড্রাইভ সড়কের পেচারদ্বীপের বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে (বিওআরআই) সম্মেলনের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন।

বিওআরআই মহাপরিচালক তৌহিদা রশীদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিটের প্রধান খুরশেদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রিয়াল এডমিরাল মোহাম্মদ মুসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য বেনু কুমার দে।

সম্মেলনের প্রথমদিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্চ ও ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর জেনারেল ফাংলি চিয়াও, ইউনেস্কোর ইন্টার গর্ভম্যান্টাল ওশানোগ্রাফিক কমিশন ও ওশান কার্বন সোর্সেস অ্যান্ড সিঙ্কস এর কর্মসূচি বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান আইসেন্স।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন বলেন, বঙ্গোপসাগর অঞ্চল ঘিরে সরকার নানা প্রকল্প গ্রহণ করেছে। সরকার সমুদ্র সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে চায়। সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা বিশাল বঙ্গোপসাগরের সম্পদ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সুনীল অর্থনীতির উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপে বাংলাদেশের পাশাপাশি আঞ্চলিক দেশগুলোও এর সুবিধা পাবে।

রোববার সম্মেলনের সমাপনী দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডিপার্টমেন্ট অব জিওলজিক্যাল ওশানোগ্রাফির অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক রণধীর মুখোপাধ্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ওশানোগ্রাফি অ্যাণ্ড হাইড্রোগ্রাফির আফতাব আলম খান ও ভারতের ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের হেড অব ব্লু ইকোনমি অ্যাও ক্লাস্টার চিমি ইউডন।

দুই দিনের এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে আসা সমুদ্রবিজ্ঞানী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

0Shares