👤 নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
চলছে মাগরিবের নামাজ। দুই রাকাত শেষ। জামাতের বাকি রাকাত ধরতে অজু করে দৌঁড় দেন ছাত্রলীগের নেতা মুনসেফ আলী সিকদার। কিন্তু মসজিদের ভেতরের অংশে প্রবেশমুখে লাগানো কাচের দরজায় ধাক্কা লাগে তাঁর। এতেই কাঁচ ভেঙে ঢুকে পড়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পর মারা যান মুনসেফ।
এই ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের ফকিরামুরা কেন্দ্রীয় জামে মসজিদে।
নিহত মুনসেফ (২৮) ফকিরামুরা গ্রামের আহমেদ আলীর ছেলে। তিনি কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটির একজন টিম লিডার ছিলেন। তাঁর মৃত্যুতে ছাত্রলীগের নেতা-কর্মীসহ স্থানীয় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় লোকজন ও মুসল্লীদের দেয়া তথ্য মতে মুনসেফ আলী সিকদার কোরআনে হাফেজ। পড়াশোনার পাশাপাশি রাজনীতি ও স্বেচ্ছাসেবী কাজ করতেন তিনি। শনিবার মাগরিবের নামাজ পড়তে তাড়াহুড়ো করে মসজিদ প্রাঙ্গণে ঢুকেন তিনি। তখন জামাতে নামাজ পড়ছিলেন মুসল্লীরা। দুই রাকাত শেষও হয়ে গেছে। শেষ রাকাতের নামাজ ধরতে অজু করে মসজিদের ভেতরে দৌঁড় দেন। এসময় মসজিদের ভেতরের অংশে প্রবেশমুখে লাগানো কাচের দরজার সঙ্গে ধাক্কা লাগে মুনসেফের। কাচ ভেঙে বেশকিছু টুকরো মাথাসহ শরীরের বিভিন্ন অংশে বিদ্ধ হয় তাঁর। মুসল্লীরা উদ্ধার করে তাকে প্রথমে একই ইউনিয়নের একটি বেসরকারি হাসপাতালে নেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এরপর তাকে কক্সবাজার সদর হাসাপাতালে প্রেরণ করেন। সেখানে তাঁর মৃত্যু হয়।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈন উদ্দিন বলেন, ছাত্রলীগের নেতা মুনসেফ আলী একজন মানবিক নেতা ছিলেন। মাগরিবের নাম আদায় করতে গিয়ে কাচের দরজায় ধাক্কা লেগে অতিরিক্ত রক্তক্ষরণে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে। মুনসেফের মৃত্যুতে ছাত্রসমাজসহ পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
রেডক্রিসেন্টের কক্সবাজার ইউনিটের যুব প্রধান আশরাফ হোসেন বলেন, যে কোন দুর্যোগে সবার আগে রামু থেকে কক্সবাজার ছুটে আসতেন মুনসেফ। তাঁর এমন হৃদয় বিদারক মৃত্যু মেনে নিতে পারছি না।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবু তাহের বলেন, মাগরিবের নামাজ পড়তে তাড়াহুড়ো করে মসজিদে ঢুকতে গিয়ে কাচের দরজায় আঘাত পেয়ে মুনসেফের মৃত্যু হয়েছে। আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।