No reporter name available.
মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের মারামারির ঘটনায় কক্সবাজারের চকরিয়া থানায় পাল্টাপাল্টি মামলা রুজু হয়েছে। গতকাল রোববার মামলা দুটি রুজু হয়। এ নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের পর চকরিয়া পৌরশহরের সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এতে চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইনের বড়ভাই জাহাঙ্গীর হোসাইনকে সভাপতি ও চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। গত শুক্রবার জুমার নামাজে মসজিদের ভেতরে খুতবার আগে নতুন কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বক্তব্য দিতে চাইলে বাধা দেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। এ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এসময় মোহাম্মদ আলমগীরসহ ছয়জন আহত হন।
চকরিয়া থানা সূত্র জানায়, এঘটনায় আহত চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বাদি হয়ে চকরিয়া থানায় ১৪জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। অন্যদিকে চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে আরেকটি পাল্টা এজাহার জমা দেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, যাচাই বাছাই শেষে দুটি এজাহারই মামলা হিসেবে রুজু হয়েছে। মামলা দুটি তদন্ত করছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) এস এম জামাল উদ্দিন চৌধুরী। পুলিশ আসামিদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সাবেক সংসদ সদস্য জাফর আলমের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন জাফর আলমের বিরোধী হিসেবে পরিচিত।
আলমগীরের মামলায় হাসানগীর হোসাইন, তাঁর ভাই জাহাঙ্গীর হোসাইন ও জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মুজিবুল হক, সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম ও কুতুবউদ্দিনসহ ১৪জনকে আসামি করা হয়। অন্যদিকে হাসানগীর হোছাইনের মামলায় চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মসজিদ কমিটির সাবেক সভাপতি নাছির উদ্দিন ও স্বেচ্ছাসেবকলীগের নেতা জয়নাল আবেদীনকে আসামি করা হয়েছে।
চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা যুবলীগের সভাপতিসহ নেতা-কর্মী এবং বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা করায় গতকাল রোববার বিকেল চারটায় সৌসাইটি মসজিদ এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সরওয়ার আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়োমী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মুজিবুল হক, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন প্রমুখ। এর আগে শনিবার সাবেক সংসদ সদস্য জাফর আলমও আলমগীরের উপর হামলার প্রতিবাদে সমাবেশ করেছিলেন।