Search
Close this search box.
Search
Close this search box.

ডিম পেড়ে সাগরে ফেরার সময় মারা পড়লো কচ্ছপটি

কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তর সোনারপাড়া অংশে একটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। শুক্রবার ভোরে মৃত কচ্ছপটি সাগরের বালিয়াড়িতে ভেসে এলে কচ্ছপ সংরক্ষণ কর্মীদের নজরে আসে।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলেন, উত্তর সোনারপাড়া সৈকতে একটি মৃত মা কচ্ছপ পাওয়া গেছে। কচ্ছপটি অলিভ রিডলে প্রজাতির। কচ্ছপটি অন্তত ১০ দিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, কচ্ছপটি পেট কেটে পরীক্ষা করে দেখা হয়েছে কোনো ডিম আছে কিনা। এই কচ্ছপটিতে কোনো ডিম নেই। এজন্য আমরা ধারণা করছি, কচ্ছপটি ডিম দিয়ে সাগরে ফেরার সময় কোনো জালে বা ট্রলারে আঘাতপ্রাপ্ত হয়েছে। এতে এটির মৃত্যু ঘটে। মৃত কচ্ছপটিকে সৈকতের বালিয়াড়িতে মাটি চাপা দেওয়া হয়েছে।

0Shares