Search
Close this search box.
Search
Close this search box.

শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি, খালে মিলল লাশ

কক্সবাজারের সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের জুমছড়ি এলাকার একটি খাল থেকে চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার বিকেলে শিশুটি অপহৃত হয়। রাত আটটার দিকে পরিবারে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি চক্র।

শিশুটির নাম মোহাম্মদ আবিদ (৪)। সে জুমছড়ি এলাকার মো. ইসহাকের ছেলে।

স্থানীয় লোকজন বলেন, একজন কৃষক পিএমখালীর জুমছড়ি এলাকায় স্লুইসগেটের পাশে খালে ভাসমান অবস্থায় শিশুর একটি লাশ দেখতে পায়। খবরটি এলাকায় চাউর হলে আবিদের পরিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ শনাক্ত করে।

আবিদের মামা বদিউল আলম বলেন, বুধবার বিকেল থেকে আবিদকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করা হয়। এরপর ওই দিন রাত আটটটার দিকে একটি মুঠোফোন নম্বর থেকে আবিদের বড়বোনের কাছে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ নিয়ে লিংকরোড এলাকায় যেতে বলে এক ব্যক্তি। পরে সেই স্থানে গেলে ওই ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাইছার হামিদ বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এঘটনা অনুসন্ধান করছে। তবে এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি শিশুটির পরিবার।

0Shares