Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজারে হোটেলকক্ষ থেকে পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার শহরের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল নয়টার দিকে ওই পর্যটকের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম গাজী এম শওকত হাসান (৫০)। তিনি কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর অশোকতলা এলাকার গাজী মোস্তফার ছেলে। পুলিশ বলছে, শওকত হাসান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সিটি ব্যাংকের একজন আইন কর্মকর্তা ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাইছার হামিদ বলেন, ৩০ জানুয়ারি গাজী এম শওকত হাসানসহ কয়েকজন কক্সবাজারে ঘুরতে আসেন। ওই দিন তাঁরা হোটেল সিগালে ওঠেন এবং শওকত হাসান ৩০৮ নম্বর কক্ষে একাই অবস্থান করেন। আজ শুক্রবার সকালে হোটেল কক্ষের দরজা খুলে মেঝেতে শওকত হাসানকে তাঁর বন্ধুরা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা হোটেলটির কর্মচারীদের সহায়তায় শওকতকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক কাইছার হামিদ বলেন, মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। শওকত হাসানের পরিবার ময়নাতদন্ত করতে রাজি হননি এবং তাঁদের কোনো অভিযোগ নেই। এ কারণে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, শওকত হাসানকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

0Shares