👤 এম জিয়াবুল হক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় দুই ইউনিয়ন পরিষদের দুটি ওয়ার্ডের মেম্বার পদে শনিবার (৯ মার্চ) উপনির্বাচন অনুষ্টিত হচ্ছে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৪নম্বর ওয়ার্ড ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৪নম্বর ওয়ার্ড এর উপনির্বাচনে ভোট গ্রহণ চলবে।
এর আগে গত ২৪ জানুয়ারী চকরিয়া উপজেলার তিন ইউনিয়নের ৩টি ওয়ার্ডের বর্তমান মেম্মারদের (ইউপি সদস্য) মৃত্যুজনিত কারণে বদরখালী, চিরিঙ্গা ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৩টি ওয়ার্ডের মেম্বারের পদ শুন্য হওয়ায় উপনির্বাচনের জন্য তফসীল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এর মধ্যে চিরিঙ্গা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে মোহাম্মদ ইসমাইল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হয়েছেন। গত ২২ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দি অন্য কোনো প্রার্থী না থাকায় একমাত্র প্রার্থী মোহাম্মদ ইসমাইলকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. ইরফান উদ্দিন।
অপর দুই ইউনিয়ন কৈয়ারবিল ও বদরখালী ইউনিয়নের দুই ওয়ার্ডে প্রতিদ্বন্ধীতা থাকায় নির্বাচন অনুষ্টিত হচ্ছে।
বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদরখালী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২ হাজার ৫শত ৩১ ভোট ও কৈয়ারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট ভেওলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬শথ ৪৩ ও হামিদুল্লাহ সিকদার পাড়া ফোরকানীয়া মাদ্রাসা কেন্দ্রে ৯ শত ৫৭ ভোটার রয়েছে।
বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচনে ভোটের লড়াইয়ে আছেন তিনজন। তাঁরা হলেন এছাম উদ্দিন (মোরগ), কলিম উদ্দিন (ঘুড়ি), নুরুন নবী (টিউবওয়েল)। অপরদিকে কৈয়ারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভোটযুদ্ধে রয়েছেন চারজন। তাঁরা হলেন মোজাম্মেল হক (টিউবওয়েল), মোহাম্মদ আলমগীর (মোরগ), মোহাম্মদ তোয়াহা (ফুটবল), নুরুল আলম (তালা)
ইউপি মেম্বার পদে উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ইরফান উদ্দীন বলেন, চিরিঙ্গা ইউনিয়নের একটি ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দীতায় মেম্বার নির্বাচিত হয়েছে। অপর দুটি ওয়ার্র্ডে নির্বাচন অনুষ্টিত হচ্ছে।
দুই ওয়ার্ডের মধ্যে বদরখালী ইউনিয়নে একটি কেন্দ্র ও কেয়ারবিল ইউনিয়নে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, উপনির্বাচনে দুই ইউনিয়নের দুটি ওয়ার্ডে একজন জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট ও দুইজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক তদারকি করবেন। তাদের তত্ত্বাবধানে পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স, আনসার বাহিনীর সদস্য এবং নির্বাচনী কর্মকর্তারা ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উপনির্বাচন উপলক্ষে জেলা পুলিশ থেকে অতিরিক্ত পুলিশ এসেছে। তিনজন পরিদর্শকের নেতৃত্বে এসব কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত: ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার রুকুনউদ্দিন খোকা, একইবছরের ২৮ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির আহমদ ও গত ১০ ডিসেম্বর কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মোজাহের আহমদ নিজ বাড়িতে মারা যান।
পরে নির্বাচন কমিশন এই তিনজন ইউপি মেম্বারের শুন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।