Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় সড়কে অটোরিকশা থামিয়ে ছিনতাইকালে গ্রেপ্তার ৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা-বদরখালী সড়কের ইদমনি লালব্রিজ এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে ছিনতাইকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল তিনটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বন্দুকসহ ছিনতাইকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চার যুবক হলেন উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ইদমনি এলাকার নুরুল আলমের ছেলে আরাফাত হোসেন ওরফে বাপ্পি (২০), মৃত শরিফ উদ্দিনের ছেলে বদিউল আলম (২০), নুরুল কবিরের ছেলে কামরুল হাসান (১৮) ও ওবায়দুল হকের ছেলে আব্দুল বাছেদ (২১)। পুলিশ বলছে, গ্রেপ্তার যুবকেরা চি‎িহত ছিনতাইকারী।

স্থানীয় লোকজন বলেন, আরাফাত হোসেনের নেতৃত্বে ইদমনি লালব্্িরজ এলাকায় একদল যুবক চকরিয়া, মহেশখালী ও পেকুয়াগামী সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে নিয়মিত ছিনতাই করে আসছে। আজ বুধবার দুপুর দুইটার দিকে একটি অটোরিকশা থামিয়ে ছিনতাই করার সময় স্থানীয় লোকজন ও যাত্রীরা আরাফাত হোসেন নামের একজনকে ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তাঁর স্বীকারোক্তিমতে অন্য তিনজনকে ধরা হয় এবং তাঁদের কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক, একটি কার্তুজ, দুটি রাম দা, একটি স্টিলের ছুরি ও নয়টি মুঠোফোন উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার তাঁদের আদালতে তুলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

0Shares