পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন নয়াকাটা জাগ্রত তরুণ ঐক্য সংঘের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এসএসসিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) উত্তর বারবাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মৌলভী বাজার ফারুকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এম আহমদ ফারুক আজাদের সভাপতিত্বে ও এস.এম.নিয়ামত উল্লাহর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহাবুবুল করিম।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এএইচএম বদিউল আলম জিহাদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, নয়াকাটা জামে মসজিদের খতিব মাওলানা জালাল উদ্দীন প্রমুখ ।
উক্ত প্রোগ্রামে এলাকার এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, এলাকার চাকরিজীবীদের সংবর্ধনা এবং রেমিট্যান্সযোদ্ধাদের বিশেষভাবে সংবর্ধিত করা হয় ।