No reporter name available.
চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন দোহাজারী এলাকার বিওসি মোড় এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) ভোর রাত ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিওসি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালী জেলার সান্তসিতার পূর্ব এওজবালিয়া গ্রামের মো. আব্দুর রবের ছেলে আরিফুল ইসলাম (১৮) ও একই জেলার সুধারাম থানার উত্তর মাছিমপুর এলাকার মো. ইউসুফের ছেলে ইমন (১৯)।
নিহত আরিফুলের মামা আহসান উল্লাহ হেলাল বলেন, ‘গত শুক্রবার আমার ভাগিনা তার ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যায়। কক্সবাজার থেকে ফেরার সময় আজ ভোর রাতে দোহাজারী এলাকার বিওসি মোড়ে আমার ভাগিনার মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার বন্ধু নিহত হয়। এসময় আহতাবস্থায় আমার ভাগিনাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ খান মুহাম্মদ ইরফান বলেন, দোহাজারী বিওসি মোড়ে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তাবে চালক পালিয়ে গেছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেয়া হবে।