কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদের আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা আবুল কালামকে গত ১৪ জানুয়ারি মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়। এ অপহরণে নেতৃত্ব দেন ইউপি চেয়ারম্যান নবী হোছাইন। মাইক্রোবাসে তুলে আবুল কালামকে মুখ ও চোখ বেঁধে ফেলা হয়। এরপর প্রশ্রাব পান করানো হয়। পরদিন ১৫ জানুয়ারি ভোরে চোখের ওপর ছুরিকাঘাত করে সাহারবিলের আটারকুম এলাকায় ডোবায় ফেলে দেয়।
এঘটনায় আবুল কালামের বড় ভাই ও সাহারবিলের সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল বাদি হয়ে গত ১৭জানুয়ারি চকরিয়া থানায় অপহরণ মামলা করেন। ৩০জানুয়ারি এ মামলার আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। এসময় পুলিশের ওপর হামলা চালায় নবী হোছাইন ও তাঁর লোকজন। পরে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান হয়ে নবী হোছাইনসহ তাঁর লোকজনরর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বাদীর আইনজীবী রিদুয়ান হাসান বলেন, ‘পুলিশ এসল্ট ও অপহরণের পৃথক দুটি মামলায় নবী হোছাইন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। পরে নির্দিষ্ট মেয়াদের পর আদালতে হাজির হতে নির্দেশ দিলে গতকাল কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন চেয়ারম্যান নবী হোছাইন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।