Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ার আলোচিত নবী চেয়ারম্যান কারাগারে

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদের আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা আবুল কালামকে গত ১৪ জানুয়ারি মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়। এ অপহরণে নেতৃত্ব দেন ইউপি চেয়ারম্যান নবী হোছাইন। মাইক্রোবাসে তুলে আবুল কালামকে মুখ ও চোখ বেঁধে ফেলা হয়। এরপর প্রশ্রাব পান করানো হয়। পরদিন ১৫ জানুয়ারি ভোরে চোখের ওপর ছুরিকাঘাত করে সাহারবিলের আটারকুম এলাকায় ডোবায় ফেলে দেয়।

এঘটনায় আবুল কালামের বড় ভাই ও সাহারবিলের সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল বাদি হয়ে গত ১৭জানুয়ারি চকরিয়া থানায় অপহরণ মামলা করেন। ৩০জানুয়ারি এ মামলার আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালায় চকরিয়া থানা পুলিশ। এসময় পুলিশের ওপর হামলা চালায় নবী হোছাইন ও তাঁর লোকজন। পরে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান হয়ে নবী হোছাইনসহ তাঁর লোকজনরর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

বাদীর আইনজীবী রিদুয়ান হাসান বলেন, ‘পুলিশ এসল্ট ও অপহরণের পৃথক দুটি মামলায় নবী হোছাইন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। পরে নির্দিষ্ট মেয়াদের পর আদালতে হাজির হতে নির্দেশ দিলে গতকাল কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন চেয়ারম্যান নবী হোছাইন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

0Shares