👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরে মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে মহাসড়কের চকরিয়া পৌরশহরের বায়তুশ শরফ রাস্তার মাথা এলাকায় অবরোধ শুরু করে।
অবরোধের শুরুতে শিক্ষার্থীরা টায়ার ও লাকড়ি জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এসময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। শিক্ষার্থীরা কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুরোনো বাসস্টেশন এলাকায় পাথর ও গাছের গুড়ি দিয়ে যান চলাচল বন্ধ রাখে শিক্ষার্থীরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর পৌনে একটার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ ও বিজিবি শিক্ষার্থীদের সরাতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করেন। এসময় শিক্ষার্থীরা মেয়রের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ালে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা লাঠিপেটা করে মহাসড়ক থেকে সরিয়ে দেন শিক্ষার্থীদের। একপর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মহাসড়কের দুই পাশে আটকা পড়া যানবাহন গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে। দুপুর দুইটা পর্যন্ত তাঁরা পুরোনো বাসস্ট্যাণ্ড এলাকায় অবস্থান করে মিছিল করে।
[caption id="attachment_3696" align="alignnone" width="300"] Screenshot[/caption]
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুর দেড়টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এখন মহাসড়কে কোনো ঝামেলা নেই। পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে।