Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ফিসারিঘাট সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় মোহাম্মদ শাকিল (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লাশটি উদ্ধার করা হয়। শাকিল বদরখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মনজুর আলমের ছেলে। 

বদরখালী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) বখতিয়ার উদ্দীন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কতিপয় ব্যক্তি মুঠোফোনে শাকিলকে বাড়ি থেকে ঢেকে নিয়ে যায়। এরপর আজ বিকেলে নদীতে তাঁর লাশ ভাসতে দেখে লোকজন।

নিহতের ভাই মোহাম্মদ খোকন দাবি করেন, তাঁর ভাই শাকিলকে কতিপয় ব্যক্তি বৃহস্পতিবার রাতে মুঠোফোনে বাড়ি থেকে ঢেকে নিয়ে যায়। তাঁরা জানতে পেরেছেন, শাকিলকে চুরির অপবাদ দিয়ে কয়েকজন মিলে হাত-পা  বেঁধে বেধড়ক পিটিয়ে হত্যার পর মরদেহ পাশের নদীতে ফেলে দেয়া হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শাকিলের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার থেকে এজাহার পাওয়া গেলে মামলা রুজু করা হবে।

0Shares