Search
Close this search box.
Search
Close this search box.

সারাদেশে সংখ্যালঘু সংগঠনের বিক্ষোভ সমাবেশ আজ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠন আজ রোববার সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে।

গতকাল শনিবার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অনতিবিলম্বে সাম্প্রদায়িক হামলা বন্ধ ও হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার, বিচার ও হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং বাস্তুহারাদের জায়গাজমি ফিরিয়ে দেওয়ার সরকারি পদক্ষেপ নেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচিতে আজ বেলা ৩টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে।

0Shares