Search
Close this search box.
Search
Close this search box.

সার্চ ইঞ্জিনে জিপিটি

হাজারো কোটির তথ্যের সম্ভার ঘুরছে চারদিকে। সারাবিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত প্রযুক্তিই হচ্ছে সার্চইঞ্জিন। সেখানে এবার নিজের শক্ত উপস্থিতির জানান দিল ওপেনএআই। সার্চ ইঞ্জিনে দুনিয়ায় এবার প্রতিযোগিতা তৈরি করবে সার্চজিপিটি। লিখেছেন সাব্বিন হাসান

সারাবিশ্বেই ক্লান্তিহীন চলে সার্চ ইঞ্জিন। রাত নেই, দিন নেই, চলে ২৪ ঘণ্টা।
সার্চ ইঞ্জিনে প্রতি সেকেন্ডে কোটি কোটি তথ্যের খোঁজ করেন আগ্রহীরা। আর সার্চ ইঞ্জিনের ওই তালিকায় আছে মাইক্রোসফট, গুগল ছাড়াও কয়েকটি ব্র্যান্ডের নিজস্ব সার্চ ইঞ্জিন। ওই দৌড়ে এবার যুক্ত হলো প্রযুক্তি দুনিয়ায় হইচই ফেলে দেওয়া ওপেনএআই ঘরানার নিজস্ব সার্চ ইঞ্জিন সার্চজিপিটি। মূলত এআই প্রযুক্তিকে হাতিয়ার করে অভিনব সার্চ টুল বানিয়েছে স্যাম অল্টম্যানের সংস্থা।

প্রযুক্তি গুরুখ্যাত গুগলকে পাল্টা আর কঠিন জবাব দিতেই সার্চজিপিটি প্রকল্প হাতে নেয় ওপেনএআই। নামটা শুনে বোঝাই যায়, চ্যাটজিপিটির আদলেই নির্মিত হয় নতুন ঘরানার সার্চ ইঞ্জিন। ২০২২ সালে জেনারেটিভ এআই দিয়ে তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ উন্মোচন করে সারাবিশ্বের প্রযুক্তি অঙ্গনে সাড়া জাগিয়েছিল ওপেনএআই। কিছুদিনের মধ্যেই প্রযুক্তি ভক্তদের কাছে খুলে যায় চ্যাটজিপিটির অভিনব সুড়ঙ্গ। যাকে দ্রুতই টেক্কা দিতে জেমিনি নিয়ে আবির্ভূত হয় গুগল। তবে প্রতিযোগিতাটি এতদিন শুধু এআই চ্যাটবটের মধ্যেই ঘুরপাক খেয়েছে।

সুদীর্ঘ সময় ধরে সার্চ ইঞ্জিনের অফুরন্ত ভুবনে গুগলকে সরাসরি চ্যালেঞ্জ করার মতো কেউ সামনে আসেনি। গবেষণা ও পরিসংখ্যান বলছে, ইন্টারনেটে ৯১ শতাংশ সার্চকারী এখন গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারে অভ্যস্ত। যাদের খুব কাছের প্রতিপক্ষ হলো মাইক্রোসফটের বিং, যা ৯ শতাংশ গ্রাহক সার্চের কাজে ব্যবহার করেন। ওই তালিকায় এবার জুড়ে গেল ওপেনএআই সার্চজিপিটি। নির্মাতাদের দাবি, ইন্টারনেট থেকে রিয়েল টাইম তথ্য বা তথ্যচিত্র প্রদর্শন করবে সার্চ ইঞ্জিনটি।

সার্চজিপিটি কোথায় এগিয়ে
খবরে ওপেনএআই কর্তৃপক্ষ জানিয়েছে, ইউজার কিছু সার্চ করলে তার সামনে সাইটের লিঙ্কসহ সংক্ষিপ্ত তথ্যচিত্র হাজির করবে সার্চজিপিটি। তার পরিপ্রেক্ষিতে সার্চকারী নিজের প্রশ্ন রাখতে পারবেন এবং সার্চজিপিটি সে অনুযায়ী যথাযথ তথ্য তুলে খোঁজকারীর সামনে উপস্থাপন করবে।
আপাতত পরামর্শ ও অভিজ্ঞতা নেওয়ার জন্য কিছু সংখ্যক গ্রাহক ও প্রকাশকের জন্য সার্চজিপিটি কাজ করছে। নির্মাতাদের দাবি, সার্চজিপিটি থেকে সরাসরি চ্যাটজিপিটিতে সংযুক্ত হওয়া যাবে। যদিও উল্লিখিত টুলটি এখনও ডেভেলপ পযায়ে আছে। দ্রুতই আলোচিত ফিচারটি দেশে দেশে রোল আউট শুরু করবে।
খবরে প্রকাশ, বহুদিন থেকেই এআই পরিচালিত সার্চ ইঞ্জিন নিয়ে গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) কাজ করছে ওপেনএআই। ডিজিটাল বিশ্লেষকরা বলছেন, গুগল সার্চ ইঞ্জিনেও এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশিষ্ট্য জুড়ে গেছে। কিছুদিন আগে গুগল তার সার্চ ইঞ্জিনে ‘এআই ওভারভিউ’ নামে বিশেষ ফিচার উন্মোচন করেছে। ওপেনএআই কর্তৃপক্ষের দাবি, তাদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিন এখন পুরোপুরি এআই প্রযুক্তিতে নিয়ন্ত্রিত।

কী কী সুবিধা
ডিজিটাল বিশ্লেষকরা বলছেন, গুগল সার্চের থেকে দ্রুত আর সংক্ষিপ্ত সার্চ ফলাফল প্রদর্শন করবে সার্চজিপিটি। সঙ্গেই দৃশ্যমান হবে যে সোর্স থেকে তা প্রকাশিত বা নিয়ন্ত্রিত হচ্ছে, তার স্বয়ংক্রিয় লিঙ্ক। সার্চ রেজাল্ট থেকে সরাসরি চ্যাটজিপিটিতে (chatgpt.com/search) প্রবেশে ওই তথ্য বিশ্লেষণ করার সুযোগ পাবেন খোঁজকারীরা।
সার্চজিপিটিকে এখনও সবার জন্য উন্মুক্ত করেনি ওপেনএআই। তবে আগ্রহীরা প্রয়োজনে বা চাইলে (https://openai.com/index/searchgpt-prototype) লিঙ্কে ভিজিট করে অপেক্ষমাণ তালিকায় যুক্ত হতে পারবেন। চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা সফল হলে দ্রুতই সব দেশে সার্চজিপিটি প্রযুক্তিপ্রেমীর জন্য উন্মোচন করা হবে।

নতুন কিছুর জন্য কঠোর পরিশ্রম করেছি। আমার ধারণা, সবাই এটি পছন্দ করবেন। এটি আমার কাছে ম্যাজিকের মতো। আদৌ এমন বক্তব্যের পেছনে ছিল সার্চজিপিটি উন্নয়ন। নতুন উদ্ভাবনা সবার ধারণাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। সময় এখন
এআই প্রযুক্তির : স্যাম অল্টম্যান, নির্বাহী প্রধান, ওপেনএআই

0Shares