Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেয়ার চেষ্টা

কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা-কর্মী বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

আজ শনিবার দুপুর দুইটার পর পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটিতে কয়েকজন ছাত্রদল নেতা নেতৃত্ব দেন। মিছিলটি পেকুয়া চৌমুহনী হয়ে পেকুয়া বাজার এবং পেকুয়া বাজার থেকে ফের চৌমুহনী হয়ে কলেজ এলাকায় গিয়ে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মিছিলটি পেকুয়া বাজার থেকে ফেরার পথে চৌমুহনী এলাকায় পৌঁছালে পেকুয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আজমগীর ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা-কর্মী মিছিলটিকে বাধা দেয়ার চেষ্টা করেন।এসময় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ও উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে বাধাদানকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। এসময় মিছিলকারীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মিছিল নিয়ে কলেজের দিকে চলে যান।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, বিক্ষোভকারী মিছিল করেছে। এসময় কয়েকজন যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মী বাধা দিতে চাইলে আমরা তাঁদের সরিয়ে দিই।

0Shares