কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ার সেগুনবাগিচা এলাকায় পাহাড়ধসে একইপরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার ভোর পাঁচটার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ওই এলাকার সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪৫), তাঁর মেয়ে ময়না আক্তার (১২) ও নাতি মো. তোহা (৮)। তোহা মমতাজের মেয়ে রিফা আক্তারের মেয়ে।
স্থানীয় লোকজন বলেন, সেগুনবাগিচা এলাকার পাহাড়ের পাদদেশে বসবাস করেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সরওয়ার কামালের পরিবার। গত কয়েকদিন ধরে পেকুয়ায় ভারী বর্ষণ হচ্ছে। আজ রোববার ভোরে পাহাড়ধসে একটি অংশ বসতঘরের দেয়ালের ওপর পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম, তাঁর মেয়ে ময়না আক্তার ও নাতি মো. তোহা।
প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, বিকটশব্দ ও কান্নার আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে যায়। পাহাড় ও বসতঘরের পাকা দেয়ালের ইট সরিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ((ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশপাশের পাহাড়ের পাদদেশে যাঁরা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাঁদের সরিয়ে নেওয়া হচ্ছে।