👤 ইউছুফ বিন হোছাইন, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিরাপদ সড়ক আন্দোলনের কমিটি অনুমোদন দেয়া হয়। এই কমিটি এক বছর দায়িত্ব পালন করবে।
আজ সোমবার (১৯ আগস্ট) নিরাপদ সড়ক আন্দোলন কক্সবাজার জেলা সভাপতি সিফাত মাহমুদ আকিব ও সাধারণসম্পাদক আতহার সাকিফের সাক্ষরে ২১ জনের এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি পদে মোস্তফা আঞ্জুম ফাহিম, সহসভাপতি পদে শাহনেওয়াজ শাকিল, ফজলুল করিম, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জাওয়াত আফনান, সহসাধারণ সম্পাদক পদে কাশেম বিন তাহের, মোহাম্মদ মোরশেদউদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ তামিম, সহসাংগঠনিক সম্পাদক পদে শওকতুল ইসলাম শিপন, ফজলআমিন তানছির, দপ্তর সম্পাদক পদে মজিবুল হক জুয়েল, অর্থ সম্পাদক পদে আসাদ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক পদে মোহাম্মদ বোরহান, সহপ্রচার সম্পাদক পদে ফয়েজ আহমদ মোরশেদ, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে আবিরআহমেদ, সড়ক শিক্ষা ও জনপদ সম্পাদক পদে তাছনিম জান্নাত এনিকা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে খোরশেদ আলম। এছাড়া কার্যনির্বাহী সদস্য পাঁচজনকে। তাঁরা হলেন মোহাম্মদ রিফাত, মোহাম্মদ মামুন শাহাদ, ওবায়দুল কাদের শান্ত, শাহরিয়ার আঞ্জুম নাহিন, মোহাম্মদ রিদুয়ান।
নিরাপদ সড়ক আন্দোলন চকরিয়া উপজেলার নবগঠিত কমিটির সভাপতি মোস্তফা আনজুম ফাহিম বলেন, নিরাপদ সড়কে চলাচল করতে ও দূর্ঘটনা এড়াতে আমাদের এই আন্দোলন অব্যহত থাকবে। আমরা চাই চকরিয়াসহ সারাদেশে পথচারী ও যানবাহন নিরাপদে চলুক। সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে বাঁচুক।