👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ওয়াসিম নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৮জনের নাম উল্লেখ করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা রুজু হয়েছে। মামলাটির বাদি মোহাম্মদ ওয়াসিমের মা জোসনা বেগম।
এই মামলায় কক্সবাজার জেলার চকরিয়া-পেকুয়ার ২০জনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন চকরিয়া-পেকুয়ার সাবেকসংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, পেকুয়া উপজেলার মগনামা ইউপির সাবেকচেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, চকরিয়া উপজেলার কোনাখালীর ৬নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রাশেদ, চকরিয়াউপজেলার বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মগনামাপাড়ার আব্দুল্লাহ আল আকিন, পেকুয়া উপজেলার টৈটংইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম, পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাজী মার্কেট এলাকার কাজী আশফাক চৌধুরী লিটন, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকমো. বারেক, পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই পেকুয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আজমগীর আজম, চকরিয়া পৌরসভার ৬ নম্বরওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াবুল হক, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুলইসলাম প্রকাশ কালা নজরুল, বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউল আলম, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, ডুলাহাজারাইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসেন, পেকুয়াউপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকার মৃত নুরুল আলমের ছেলে নুরুল আবছার প্রমুখ।
ছাত্রদল নেতা মোহাম্মদ ওয়াসিমের বাড়ি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা বাজারপাড়া এলাকায়। তাঁর বাবা শফিউল আলম প্রবাসী। তিনি চট্টগ্রাম কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।