Search
Close this search box.
Search
Close this search box.

সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের আগমন উপলক্ষে চকরিয়া পৌর বিএনপির প্রস্তুতি সভা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের আগমন উপলক্ষে চকরিয়া পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯আগস্ট) বিকেল পাঁচটার দিকে পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সিনিয়রসহসভাপতি এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আকতার ফারুকখোকনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান বক্তার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম। বিশেষ বক্তার বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম নুরুল আমিন কমিশনার।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম আলী আকবর, বিএনপি নেতা আবু ইউছুফ, মোহাম্মদ সেলিম উদ্দিন, জাফর আলম কালু, আবদুস সালাম, নুরুল হক, সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলামফোরকান, বেলাল উদ্দিন রাজা, জালাল উদ্দিন ছুট্টু, রফিক আহমদ, মাহবুবুল আলম, হাসনা খানম, মনোহর আলমপ্রমূখ।

সভায় প্রধান বক্তার বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদ এ দেশের আপামর জনতার নেতা। দীর্ঘ দশ বছর পর তাকে তাঁর নির্বাচনী এলাকায় বরন করে নিতে লাখো মানুষ উন্মুখ হয়ে আছে। সভায় তাঁর আগমন উপলক্ষে সকল প্রকার শৃঙ্খলাপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করা হয়।

20Shares