👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ২৪ আগস্ট পেকুয়ায় আসছেন না। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী তাঁর আসার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮আগস্ট।
সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী ছফওয়ানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ নয় বছর পর গত ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমেদ। এরপর থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন।
দীর্ঘ ১০বছর পর তিনি তাঁর জন্মস্থান পেকুয়ায় আসার কথা ছিল ২৪আগস্ট। কিন্তু আবহাওয়া পরিস্থিতি অনূকূলে না থাকায় সফরসূচি পরিবর্তন করা হয় বলে জানা গেছে।