👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া,
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গাইনাকাটা এলাকায় পাহাড়ধসে পড়েছে রেললাইনের ওপর। এছাড়া আরও ১০টি বসতঘর পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় লোকজন বলেন, ভারি বর্ষণে গত মঙ্গলবার রাত আটটার দিকে হারবাং ইউনিয়নের গাইনাকাটা এলাকায় একটি পাহাড় ধসে পড়ে রেললাইনের ওপর। রাত আটটায় কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস পাহাড়ধসে পড়া স্থানে এসে রাত সোয়া নয়টার দিকে আটকা পড়ে। মাটি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে আটটার বেশি সময় কাজ করতে হয়ে রেল বিভাগকে।
স্থানীয় লোকজন বলেন, গাইনাকাটা এলাকায় পাহাড়ের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করা অন্তত ১০টি বসতঘর ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।
চকরিয়া রেল স্টেশনের ইনচার্জ ফরহাদ চৌধুরী বলেন, ভারি বর্ষণে একটি পাহাড় ধসে রেললাইনের ওপর পড়ে। এতে রেল চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ আটঘন্টা পর বুধবার ভোর পাঁচটার দিকে রেল চলাচল স্বাভাবিক করা হয়। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি, রেলকর্মী ও ফায়ার সার্ভিসের লোকজনের সহযোগিতায় ধসে পড়া মাটি সরানো হয়।
প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, রেললাইনটি নির্মিত হয়েছে পাহাড় ও বনজঙ্গল কেটে। কয়েকটি স্থানে রেললাইনের দুই পাশে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে গেছে। এই পাহাড়ের কিছু অংশ ভারি বর্ষণে ধসে পড়ছে।
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহরাজ উদ্দিনের মুঠোফোন বন্ধ রয়েছে। তবে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, পাহাড়ধসে রেললাইনের ওপর পড়ার কারনে রেল চলাচল বন্ধ ছিল অন্তত আটঘন্টা। এছাড়া পাহাড় ধসে পড়ার ফলে অন্তত ১০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।