Search
Close this search box.
Search
Close this search box.

পিআইবির মহাপরিচালকের দায়িত্বে আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, পিআইবির পরিচালক পদে প্রেষণে কর্মরত আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বর্তমান দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালন করবেন।

মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে পিআইবির সেমিনার কক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা।

আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ১৮তম বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা। তিনি বিভিন্ন সময় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (কারিগরি) পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশনা সচিত্র বাংলাদেশ-এর সম্পাদক, দিনাজপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, জামালপুর ও পটুয়াখালীতে সিনিয়র তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৯ সালের জানুয়ারিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ শামসুদ্দিন।

0Shares