Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় স্রোতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু, দুইজন জীবিত উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বিবিরখীল এলাকায় পানির স্রোতে ভেসে গিয়ে এক শিশু মারা গেছে। এসময় দুইজনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

আজ শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ আবিদ (১৩)। সে স্থানীয় ইজিবাইক চালক জসিম উদ্দিনের ছেলে। জীবিত উদ্ধার করা হয়েছে মোহাম্মদ জিসান (১০) ও মোহাম্মদ মনিরকে (৭) নামের অন্য দুই শিশুকে।

স্থানীয় লোকজন বলেন, বিবিরখীল এলাকায় বন্যার পানিতে গ্রামীন সড়ক ডুবে আছে গত দুইদিন ধরে। বৃষ্টি কমে আসায় আজ শুক্রবার ভোর থেকে বন্যার পানি কমতে শুরু করে। সকাল নয়টার দিকে বিবিরখীল এলাকার তিন শিশু সড়ক দিয়ে পানির স্রোত পার হওয়ার সময় সেখানে খেলতে যায়। এসময় পানির স্রোতে তিনশিশুই ভেসে যায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ডিঙি নৌকা নিয়ে তাঁদের উদ্ধারে যায়। এসময় দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও এক শিশু নিখোঁজ হয়ে যায়। আধাঘন্টা পর নিখোঁজের স্থান থেকে ১০০ ফুট দূরে আবিদের মরদেহ ভেসে উঠে।

বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বলেন, স্রোতের পানিতে ভেসে গিয়ে নিহত আবিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  অন্য দুই শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।

0Shares