Search
Close this search box.
Search
Close this search box.

মুশফিক-লিটনের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

প্রথম ইনিংসে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানের পাহাড় গড়ে ইনিংসে ছেড়েছে। জবাবে সাদমান ইসলাম ও জাকির হাসান বিকেলের ১২ ওভার দৃঢ়তার সঙ্গে পার করেন। তারা তোলেন ২৭ রান।

কিন্তু তৃতীয় দিন সকালেই ফিরে যান বাঁ-হাতি ওপেনার জাকির ও অধিনায়ক নাজমুল শান্ত। পরে ফিফটি করে আউট হয়েছেন মুমিনুল হক। সেঞ্চুরি মিস করেছেন ওপেনার সাদমান ইসলাম। পরে মুশফিকুর রহিম ও লিটন দাস ফিফটি করে দলকে টানছেন।

এর আগে পাকিস্তানের হয়ে রিজওয়ান ২৩৯ বলে ১৭১ রানে অপরাজিত থাকেন। তিনি ডাবল সেঞ্চুরির পথে থাকলেও ইনিংস ঘোষণা করে দেয় পাকিস্তান।

এছাড়া সূদ শাকিল ১৪১ রানের ইনিংস খেলেন। তরুণ ওপেনার সাইম আইয়ূব ৫৬ রান যোগ করেন। সালমান আলী আঘা ১৯ ও শাহিন শাহ ২৯ রানের ইনিংস খেলেন। বল হাতে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মেহেদী মিরাজ ও সাকিব।

0Shares