প্রথম ইনিংসে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানের পাহাড় গড়ে ইনিংসে ছেড়েছে। জবাবে সাদমান ইসলাম ও জাকির হাসান বিকেলের ১২ ওভার দৃঢ়তার সঙ্গে পার করেন। তারা তোলেন ২৭ রান।
কিন্তু তৃতীয় দিন সকালেই ফিরে যান বাঁ-হাতি ওপেনার জাকির ও অধিনায়ক নাজমুল শান্ত। পরে ফিফটি করে আউট হয়েছেন মুমিনুল হক। সেঞ্চুরি মিস করেছেন ওপেনার সাদমান ইসলাম। পরে মুশফিকুর রহিম ও লিটন দাস ফিফটি করে দলকে টানছেন।
বাংলাদেশ টেস্টের তৃতীয় দিন ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৯ রানে ব্যাট করেছে। ক্রিজে থাকা মুশফিকুর রহিম ৫৩ রানে খেলছেন। তার সঙ্গী লিটন দাস ৫১ রান করেছেন। সাদমান ৯৩ রান করে আউট হয়েছেন। তিনি ১৮৩ বল খেলে ১২ চারের শটে ওই রান করেছেন। মুমিনুল হক ৫০ রান করে আউট হয়েছেন। পাকিস্তানের চেয়ে ৩০০ রানে পিছিয়ে বাংলাদেশ।
এর আগে পাকিস্তানের হয়ে রিজওয়ান ২৩৯ বলে ১৭১ রানে অপরাজিত থাকেন। তিনি ডাবল সেঞ্চুরির পথে থাকলেও ইনিংস ঘোষণা করে দেয় পাকিস্তান।
এছাড়া সূদ শাকিল ১৪১ রানের ইনিংস খেলেন। তরুণ ওপেনার সাইম আইয়ূব ৫৬ রান যোগ করেন। সালমান আলী আঘা ১৯ ও শাহিন শাহ ২৯ রানের ইনিংস খেলেন। বল হাতে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মেহেদী মিরাজ ও সাকিব।
0Shares