নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সরে যাবার পর আরও একটি বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। এবার নিজেদের নির্ধারিত সফর বাতিল করেছে নিউজিল্যান্ড এ দল।
দুটি চারদিনের ম্যাচ ও তিন ওয়ানডে খেলতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো নিউজিল্যান্ড এ দলের। ম্যাচগুলো হবার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
কিন্তু নিউজিল্যান্ড বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণ সতর্কতা বহাল থাকায় সফরটি স্থগিত করতে হয়েছে কিউইদের। নিশ্চিত করে ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ভ্রমণে সতর্কতা থাকায় বোর্ডের কিছু করার থাকে না। এটি রাষ্ট্রীয় বিষয়। ওদের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল হবে না। আশা করছি, অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করতে পারব।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট খেলতে আগামী অক্টোবরে নিউজিল্যান্ড দলের ভারত সফর আছে। ‘এ’ দলের বাংলাদেশ সফরকে তারা দেখছিল সেই সিরিজেরই প্রস্তুতি হিসেবে। পরিবর্তিত পরিস্থিতিতে সেটি আর হচ্ছে না।