আসামি সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, জিয়াউল আহসান, আ স ম ফিরোজকে আদালতে তোলা হলে বিএনপিপন্থি আইনজীবীরা ‘ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই’ বলে বিক্ষোভ করতে থাকেন। এ সময় সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ বিএনপিপন্থি আইনজীবীদের উদ্দেশ করে বলেন, এত বেশি বার বাড়া ভালো না। তখন আইনজীবীরা আবারও বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী বিক্ষুদ্ধ আইনজীবীদের শান্ত করার চেষ্টা করেন।
আসামিদের উদ্দেশ করে ফারুকী বলেন, আপনারা এখানে বেশি ভাব দেখাবেন না। এখানে আপনারা একিউজড এর মতো থাকেন। কারণ, আপনারা ভাব দেখালে আইনজীবীরা আরও বিক্ষুব্ধ হয়ে পড়বে। এ সময় বাকি আসামিরা ডকে চুপ করে দাঁড়িয়ে ছিলেন।
23Shares