Search
Close this search box.
Search
Close this search box.

স্থগিত হলো ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হলো। ২৮ আগস্ট এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। এ বিষয়ে আজ রোববার পিএসসি থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দেওয়া হয়েছে। সেখানেই পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছে।

আজকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ আগস্ট ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হলো। তারিখ পরে জানানো হবে। আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৮ আগস্ট শুরু হয়ে চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ, নবম-দশম গ্রেডে পদ ১৯৩

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। এসব প্রার্থীই লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যরাসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারী বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে এক দিনের বেতন প্রদান করার জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণ করা হবে।

2Shares