Search
Close this search box.
Search
Close this search box.

প্যাডেলচালিত রিকশাচালকদের ঢাকার বিভিন্ন রাস্তা অবরোধ, বিক্ষোভ

শাহবাগ, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আজ সোমবার দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্যাডেলচালিত রিকশাচালকেরা।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেলচালিত রিকশাচালকেরা বিক্ষোভ করেন। সকাল ১০টার দিকে তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে সড়ক ছেড়ে দেন।

বর্তমানে ঢাকার বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে দেখা যায়। গত ১৫ মে সাবেক শেখ হাসিনা সরকারের সময় তৎকালীন সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সড়কে শৃঙ্খলা আনতে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযানে নামে পুলিশ। এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। পরে ২০ মে শুধু ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়।

2Shares