বাংলাদেশের বাজারে ব্রাদার ব্র্যান্ডের নতুন টোনার বক্স সিরিজের ছয়টি মডেলের প্রিন্টার এনেছে পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। ‘এইচএল-বি২১০০ডব্লিউ’, ‘এইচএল-বি২১৫০ডি’, ‘এইচএল-বি২১৮০ডিডব্লিউ’, ‘ডিসিপি-বি৭৬২০ডিডব্লিউ’, ‘ডিসিপি-বি৭৬৪০ডিডব্লিউ’ ও ‘এমএফসি-বি৭৮১০ডিডব্লিউ’ মডেলের মোনো লেজার মাল্টিফাংশন প্রিন্টারগুলোতে প্রিন্ট করার পাশাপাশি কপি, স্ক্যান ও ফ্যাক্স করা যায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিন্টারগুলোতে মাত্র ৫০ পয়সার কালি খরচ করে একটি পৃষ্ঠা প্রিন্ট করা যায়। ফলে একটি টোনার দিয়ে প্রায় ২ হাজার ৬০০ পৃষ্ঠা প্রিন্ট করা সম্ভব। আর তাই খরচ কম করার জন্য ব্র্যান্ডহীন নকল টোনার ব্যবহারের প্রয়োজন হবে না। সব কটি মডেলের প্রিন্টারেই পাওয়া যাবে এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি সুবিধা।
16Shares