Search
Close this search box.
Search
Close this search box.

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: টাঙ্গাইলে সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে। বিদেশে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।’

গতকাল সোমবার (২৬আগস্ট) টাঙ্গাইলে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী গণআন্দোলনে জেলার ভূঞাপুর যুবদল নেতা পলাশ তালুকদার ও গোপালপুরে ইমন হাসান নিহত হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই দুই পরিবারকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা তুলে দেন সালাহউদ্দিন এবং তাঁদের কবর জিয়ারত করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা আয়না ঘর বানিয়ে বিরোধী রাজনৈতিক কর্মী ও মতকে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের কি এ দেশে রাজনীতি করার অধিকার আছে?’

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘আমার সহকর্মী, বিএনপির ভাইস চেয়ারম্যান কারাবন্দী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু অচিরেই আপনাদের মাঝে ফিরে আসবেন।’

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবার স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তাদের সহযোগিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে না। বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামাজিক সুবিচারের বাংলাদেশ, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই।’

পথসভায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, শহর যুবদলের সভাপতি সোহাগ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিনসহ টাঙ্গাইল ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা বলেছিলেন খেলা হবে, তারা ছেড়ে মাঠ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, এ দেশে আর কোনো স্বৈরাচারের  জন্ম হতে দেওয়া হবে না। পলাশ ও ইমনরা রক্ত দিয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় গেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড পলাশের স্বীকৃতি স্বরূপ ‘পলাশ চত্বর’ করা হবে।

19Shares