দীর্ঘ ১০বছর পর কাল বুধবার পেকুয়ায় আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তাঁর আগমন উপলক্ষে পেকুয়ার অলিগলি সেজেছে নবরূপে। স্থানীয় বিএনপিও ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।
দীর্ঘ নয়বছর ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর গত ১১আগস্ট দেশে ফিরেন সালাহউদ্দিন আহমেদ। এরপর থেকে পেকুয়ায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বিএনপি ও সাধারণ জনগণ তাঁদের ছেলেকে বরণ করতে উন্মুখ হয়ে আছে। এর আগে দুই দফায় তাঁর আগমনের তারিখ পরিবর্তন হয়। সর্বশেষ সিদ্ধান্ত হয়, ২৮আগস্ট বুধবার সালাহউদ্দিন তাঁর জন্মস্থান পেকুয়ায় ফিরবেন।
পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, সালাহউদ্দিন পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা। কক্সবাজারের উন্নয়নের রূপকার। তাঁর অনুপস্থিতি সাধারণ মানুষকে ও দলীয় নেতা-কর্মীদের কাঁদিয়েছে। তাঁর বেঁচে থাকা, দেশে রাজকীয় প্রত্যাবর্তন এবং সবশেষে পেকুয়ায় তাঁর আগমন আমাদের জন্য অনেক সুখের খবর। পেকুয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পেকুয়া চৌমুহনী চত্ত্বরে সালাহউদ্দিনকে সংবর্ধনা দিতে মঞ্চ বানানো হয়েছে। চত্ত্বরের চারপাশে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। সকাল থেকে সালাহউদ্দিনের বিভিন্ন ভাষণ বাজানো হচ্ছে মাইকে। ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সংগঠন সালাহউদ্দিনকে স্বাগত জানিয়ে মিছিল করেছে। পেকুয়া থেকে পহরচাঁদা হয়ে বানিয়ারছড়া পর্যন্ত শত শত তোরণ নির্মাণ করা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী ছফওয়ানুল করিম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সালাহউদ্দিন আহমদেরসফরসূচির মধ্যে আগামীকাল ২৮ আগষ্ট সকাল ১০.৫৫ মিনিটে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ, কক্সবাজার জেলাবিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান, দুপুর ২ টায় চকরিয়া বাস টার্মিনালে চকরিয়া উপজেলাবিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সংবর্ধনা সভার যোগদান, বিকেল ৪ টায় পেকুয়া চৌমুহনী চত্ত্বরে পেকুয়া উপজেলাবিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান এবং পরদিন অর্থাৎ ২৯ আগষ্ট দুপুর ১২ টায় চট্টগ্রামে ছাত্র আন্দোলনে নিহত মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে সাক্ষাত করবেন।