👤 সমুদ্র সংবাদ ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে সাদিয়া আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমুদিনী হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চার ছেলের জন্ম দেন। তিনি পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের আল আমিনের স্ত্রী।
কুমুদিনী হাসপাতাল সূত্রমতে, প্রায় পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর এ দম্পতির পরিবারে প্রথম চার সন্তান হলো। ১৪ আগস্ট গৃহবধূ সাদিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ অস্ত্রোপচারের মাধ্যমে দুপুর ১২টা ২৬ মিনিটে দুজন ও ১২টা ২৭ মিনিটে দুই শিশুর জন্ম হয়। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালের এনআইসিইউতে (নবজাতক নিবিড় যত্ন ইউনিট) ও অন্য দুই শিশুকে মায়ের কাছে রাখা হয়েছে। চার নবজাতকের মধ্যে একজন অপেক্ষাকৃত দুর্বল বলে কর্তব্যরত এক সেবিকা জানিয়েছেন।
সাদিয়া আক্তারের বাবা লুৎফর রহমান জানান, তাঁর মেয়ের বিয়ের পর একসঙ্গে চার নাতি পেয়ে খুবই খুশি।
কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক বলেন, মা ও নবজাতক সুস্থ আছেন। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।