Search
Close this search box.
Search
Close this search box.

মিরাজের ঘূর্ণিতে কুপোকাত পাকিস্তান

মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে পারল না পাকিস্তান। একাই পাঁচ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দিয়েছেন মিরাজ। তার জাদুকরি বোলিংয়ে শেষ পর্যন্ত ২৭৪ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।

পাকিস্তান ইনিংসের প্রথম ওভারেই ওপেনার আব্দুল্লাহ শফিককে তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদ। প্রথম ওভারের শেষ বলে তার দুর্দান্ত এক ডেলিভারিতে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন ওই ব্যাটার।

তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন অন্য ওপেনার সাইম আইয়ুব এবং শান মাসুদ। তাদের জোড়া ফিফটিতে বড় স্কোরের স্বপ্ন দেখে পাকিস্তান। তবে মিরাজ একাই দুজনকে তুলে নিয়ে বাংলাদেশকে চালকের আসনে নিয়ে আসেন।

৫৮ রান করে মিরাজের বলে স্টাম্পড হন আইয়ুব। অধিনায়ক মাসুদ ৫৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান ভালো শুরু পেলেও ইনিংস এগিয়ে নিতে পারেননি।

শেষদিকে সালমান আগার ৫৪ রানের লড়াকু ইনিংসে আড়াইশ ছাড়ায় পাকিস্তানের সংগ্রহ। ৬১ রানে ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের নাড়িয়ে দেন মিরাজ। ৩ উইকেট নেন এই টেস্ট দিয়ে দলে ফেরা পেসার তাসকিন আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।

0Shares