Search
Close this search box.
Search
Close this search box.

নোয়াখালী ও মিরসরাইয়ে টিআরএস টিমের ১০০০পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন টিআরএস টিমের উদ্যোগে নোয়াখালী ও মিরসরাইয়ের বন্যাদুর্গত এক হাজার পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৩১ আগস্ট) নোয়াখালী ও গত বুধবার (২৮আগস্ট) মিরসরাই এলাকায় এই ত্রাণ তৎপরতা চালানো হয়। টিআরএস টিমের প্রতিষ্ঠাতা প্রধান চট্টগ্রাম মহানগরীর রাহাত্তারপুলের সন্তান নেওয়াজহোসাইন সাকিব।

নেওয়াজ হোসাইন সাকিব সমুদ্র সংবাদকে বলেন, মূলত মানুষের বিপদ এবং দুঃসময়কে কাটিয়ে তুলতে স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ করে টিআরএস। সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় নোয়াখালী ও মিরসরাইয়ে ব্যাপক ত্রাণ তৎপরতা চালানো হয়। আমাদের স্বেচ্ছাসেবকেরা বন্যাদুর্গত প্রতিটি ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন।

নেওয়াজ হোসাইন সাকিব আরও বলেন, মানবিক মানুষের সহায়তায় টিআরএসের এই অগ্রযাত্রা। আমরা আপনাদের সহায়তায় এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই।

30Shares