কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা চেষ্টার ১৫বছর পর আদালতে একটি মামলা হয়েছে। মামলায় চকরিয়া–পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমসহ ১১জনকে আসামি করা হয়েছে।
আজ সোমবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন বিএনপি কর্মী আল কুয়াছ(৪৫)। আদালতের বিচারক প্রবাল চক্রবর্তী আবেদনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। আল কুয়াছ চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা গ্রামের জহির আহমদের ছেলে।
১৫বছর পর কেন হত্যা চেষ্টার অভিযোগে মামলা করলেন এমন প্রশ্নের জবাবে মামলার বাদি আল কুয়াছ বলেন, আওয়ামীলীগের আমলে আমার পরিবারের কী হাল হয়েছে, সেটি পুরো চকরিয়ার মানুষ জানে। ২০০৯ সালে আমাকে পঙ্গু করার পর আমার অন্য ভাইদের ওপর নির্যাতন চালানো হয়। এতে আমার এক ভাই মারাও যায়। তখন আইনী পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ আমাদের ছিল না।
আল কুয়াছের আইনজীবী মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আদালত বাদির করা আবেদন আমলে নিয়ে মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।’
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য জাফর আলমকে। মামলার অন্য আসামিরা হলেন মো. নুরুল আমিন (৫৬), জসিম উদ্দিন (৪৫), সাইফুল ইসলাম (৩৭), গিয়াস উদ্দিন (৪০), সিরাজুল ইসলাম ওরফে সিরাজ ডাকাত(৪৩), মহি উদ্দিন (৪৩), বাটু (৩৫), এনামুল হক (৪৪), নুরুল আবছার (৪০) ও নুরুল আমিন (৩৫)। সব আসামি চিরিংগা ইউনিয়নের বাসিন্দা।
মামলার আবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের ১৪জুন সকাল সাতটার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা স্টেশনে একটি চায়ের দোকানে বসেছিলেন আল কুয়াছ। এ সময় সাবেক সংসদ সদস্য জাফর আলম ও নুরুল আমিনের নেতৃত্বে অস্ত্রের মুখে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। অন্য আসামিদের হাতে থাকা কিরিচ দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে হাতের কব্জি ও পায়ের রগ কেটে গুরুতর জখম হয়। অস্ত্রের মুখে গামছা দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।
আসামিরা এরপর বেলা ১১টার দিকে আল কুয়াছের বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে ৫০হাজার টাকার ক্ষতিসাধন করে। অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ বস্তা ধান, দুই বস্তা শুকনো মরিচ, এক লাখ টাকা দামের একটি স্বর্ণের চেনসহ দুই লাখ ৫০টাকার লুট করে নিয়ে যায়।