👤 সমুদ্র সংবাদ ডেস্ক
জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ঢাকার ধানমন্ডি থেকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। আজ সোমবার তাঁকে আটক করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া জানিয়েছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।
আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন তিনি।
২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলে তাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। তিনি একসময় দৈনিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্ব পালন করেন।