👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
দৈনিক বাংলার চকরিয়া-পেকুয়া উপজেলা প্রতিনিধি ইউছুফ বিন হোছাইনের মোটরসাইকেল চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে চকরিয়া থানার অদূরে পশু হাসপাতালের সামনে থেকে তাঁর মোটরসাইকেলটি চুরি হয়। মোটরসাইকেলটি বাজাজ এভেঞ্জার ১৫০ মডেলের।
সাংবাদিক ইউছুফ জানিয়েছেন, প্রাথমিকভাবে চোর সনাক্ত করা যায়নি। তবে আশপাশের সিসি ক্যামেরা যাচাই বাছাই চলছে। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গুরুত্বসহকারে বিষয়টি দেখা হচ্ছে। আশপাশের সব সিসি ক্যামেরা খতিয়ে দেখে চোর সনাক্তকরণের কাজ চলছে।