Search
Close this search box.
Search
Close this search box.

মোরছালিনের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

প্রায় তিন মাস প্রতিযোগিতামূলক ফুটবল না খেলা, বৈরি আবহাওয়া, থিম্পুর টার্ফ, সর্বশেষ চার ম্যাচেই পরাজয়; সব মিলিয়ে ভুটানের বিপক্ষে খেলার আগেই কিছুটা পিছিয়ে ছিল বাংলাদেশ। মাঠের লড়াইয়েও তার ছাপ ছিল স্পষ্ট। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ দলের ফুটবলারদের ছিল না চেনা ছন্দ, চোখে বিধেছে একাধিক ভুল পাস। তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে থাকা ভুটানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের কাবরেরার দল।

থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার প্রথম প্রীতি ম্যাচে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। জয়সূচক গোলটি আসে খেলার শুরুতেই, ষষ্ঠ মিনিটের মাথায়। আগের চার ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছাড়া বাংলাদেশ দেখা পায়নি অন্তত একটি গোলের। সেই গোলক্ষরা কেটেছে শেখ মোরছালিনের পায়ে। তবে এই গোলে তার চেয়ে বেশি অবদান আছে ভুটানের গোলরক্ষক ধেরদুপ তিসেরাংয়ের। তারপরও গোল করতে ভুলে যাওয়া বাংলাদেশকে তো তিনিই এনে দিয়েছেন অধরা গোল! এর আগে কিংস অ্যারিনায় নেপালের বিপক্ষেও সবশেষ গোলটি ছিল মোরছালিনের। তার গোলেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এক পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। এরপর আট মাসেরও বেশি সময় ধরে গোল পায়নি কাবরেরার শিষ্যরা। সেই খরা খিম্পুতে কাটালেন তরুণ এই স্ট্রাইকার।

এদিন শুরুর একাদশে অধিনায়ক জামাল ভূইয়াকে বেঞ্চে বসিয়েই দল সাজান কাবরেরা। ছিল না কোনো চমকও। প্রায় নিয়মিত একাদশে থাকাদের মাঠে নামান স্প্যানিশ এই কোচ। সমর্থকদের আগ্রহ ছিল দলে নতুন করে সুযোগ পাওয়া অনুর্ধ-২০ দলের চারজনের ওপর। তবে এই ম্যাচে তাদেরকে নামাননি কোচ।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে ওঠে ভুটান। তবে কর্নারের বিনিময়ে এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশে। ষষ্ঠ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন রাকিব হোসেন। কর্নারের কাছ থেকেই বক্সে আড়াআড়ি ক্রস দেন এই স্ট্রাইকার। বল ফিস্ট করে ক্লিয়ার করাই উদ্দেশ্য ছিল ভুটানের গোলরক্ষক ধেরদুপ তিসেরাংয়ের। তবে তার ভুলে বল পেয়ে যান মোরছালিন। ফাঁকা গোলে আলতো টোকায় সহজেই দলকে এগিয়ে দেন তরুণ এই স্ট্রাইকার।

গোল হজমের পর কিছুটা হতাশাই যেন পেয়ে বসে ভুটানকে। ১২ মিনিটে উড়ে আসা বল সহজেই ধরে ফেলেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। কী মনে করে তার হাত থেকে বল কেড়ে নিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ভুটানের স্ট্রাইকার ওরজেন ওয়াংচুক শেরিং। সঙ্গে সঙ্গেই রেফারি তাকে হলুদ কার্ড দিয়ে সতর্ক করেন। ৪ মিনিট পর মোরছালিনের পাস ধরে সামনে আগান ফাহিম। যদিও প্রতিপক্ষ ডিফেন্ডারদের দৃঢ়তায় বক্সে ঢোকার আগেই আক্রমণ নস্যাৎ হয়।

১৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে ভুটান। দূর থেকে বক্সে উড়ে আসা বলে শট নেন ভুটানের অধিনায়ক নিমা ওয়াংদি। সতর্ক ছিলেন গোলরক্ষক মিতুল। কর্নারের বিনিময়ে তার দারুণ সেভে রক্ষা পায় বাংলাদেশ। কর্নারে আবারও বাংলাদেশকে কাঁপিয়ে দেয় ঘরের মাঠের দলটি। বক্সের মধ্যে কর্নারে হেড নেন ইয়েশে গাইয়েলতেসেন; তার হেডে বল যায় বক্সের ডানপ্রান্ত ঘেঁষে। গোলরক্ষক ও ডিফেন্ডাররা কেবল তাকিয়ে দেখেছেন। অল্পের জন্য ফের রক্ষা পায় বাংলাদেশ। এর তিন মিনিট পর আরও একটি আক্রমণ বাংলাদেশের বক্সে, এবার ডিফেন্ডাররা কোনো বিপদ হতে দেননি। এরপর দুই দলের খেলায় গতি কমে যায় কিছুটা।

৩৭ মিনিটে দারুণ একটি আক্রমণ নিয়ে প্রতিপক্ষে ডেরায় ঢুকে পড়েন রাকিব। তবে গোলে নেওয়া তার ডান পায়ের শটটি কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন ভুটানের ডিফেন্ডার পেমা ধেনদুপ। পরবর্তীতে মোরছালিনের কর্নারও প্রতিপক্ষের ওপর আতঙ্ক ছড়াতে পারেনি। তিন মিনিট পর আক্রমণের সুর বেধে দেন সোহেল রানা। মাঝমাঠে থাকা সোহেল রানা জুনিয়র বল রিসিভ করে এগিয়ে দেন সামনে থাকা রাকিবকে। তবে রাকিবের শট নেওয়ার আগেই আগন্তুক গোলরক্ষক বল ক্লিয়ার করেন। এই অর্ধের যোগ করা তিন মিনিটেও আর কোনো দল গোল পায়নি। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর রাকিবকে উঠিয়ে বদলি হিসেবে শাহরিয়ার ইমনকে মাঠে নামান কাবরেরা। আর ভুটান নামে একাধিক পরিবর্তন নিয়ে। তাতে কিছুটা উজ্জীবিত হয় দল। ৫০ মিনিটে ফ্রি কিক থেকে বাংলাদেশে জাল কাঁপায় ভুটান। মোরছালিন, রাকিবদের লিড হাতছাড়া করার আক্ষেপে পোড়ার আগেই অবশ্য অফসাইডের বাশি বাজান রেফারি। ৬২ মিনিটে দেরিতে থ্রো করায় হলুদ কার্ড দেখেন বিশ্বনাথ ঘোষ। ৫ মিনিট পর এই ডিফেন্ডারের ভুলে বিপদ হতে পারত বাংলাদেশের। থ্রো করে মিতুলের কাছে বল দেন বিশ্বনাথ, তবে ভুটানের এক ফরোয়ার্ড বল দখলে নেওয়ার চেষ্টা চালান, মিতুলের প্রচেষ্টায় শেষ পর্যন্ত কোনো বিপদ হয়নি। ৯৪ মিনিটে অবশেষে মাঠে নামেন জামাল। যদিও খেলায় কোনো প্রভাব রাখতে পারেননি। শেষ দিকে গোলের দুই-একটি হাফ-চান্স তৈরি করে ভুটান। তবে বাংলাদেশের রক্ষণদেয়াল টপকাতে পারেনি তারা। শেষ পর্যন্ত মোরছালিনের গোলই ম্যাচের মীমাংসা করে দেয়।

0Shares