Search
Close this search box.
Search
Close this search box.

আমান আযমী জামায়াতের প্রতিনিধিত্ব করেন না: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমীর বক্তব্য তাঁর ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি আজ রোববার এক বিবৃতিতে বলেছেন, আমান আযমী জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করেন না।

মিয়া গোলাম পরওয়ারের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি আমান আযমীর বক্তব্য নিয়ে কিছু জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি জামায়াতের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে তাদের বক্তব্য হলো, আমান আযমী জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন। জামায়াতের সঙ্গে তাঁর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং তিনি দলের প্রতিনিধিত্ব করেন না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আযমী যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত। সুতরাং তাঁর বক্তব্যকে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে জামায়াত সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই।

আমান আযমী ৩ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে গোপন বন্দিশালায় আট বছর আটকে থাকার অভিজ্ঞতা বর্ণনা করেন। এ সময় বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদের প্রকৃত সংখ্যা ও জাতীয় সংগীতের প্রাসঙ্গিকতা নিয়েও কথা বলেন তিনি।

আমান আযমী জাতীয় সংগীত পরিবর্তনের দাবি করে বলেন, বাংলাদেশের জাতীয় সংগীত যেন নতুন করে লেখা হয়। বর্তমানে যে জাতীয় সংগীত চলছে, তা করেছিল ভারত। দুই বাংলাকে একত্র করার জন্য করা হয়েছিল এই জাতীয় সংগীত। বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই বাংলাদেশের জাতীয় সংগীত নতুনভাবে হওয়া উচিত।

জাতীয় সংগীত নিয়ে আমান আযমীর বক্তব্যে নানা প্রতিক্রিয়া হয়। এমন পরিপ্রেক্ষিতে জামায়াতের বিবৃতি এল।

1Shares