👤 সমুদ্র সংবাদ ডেস্ক
বরগুনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদকে মারধর ও লাঞ্ছিত করেছেন এক বিএনপি নেতার ছেলে। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মারধরের ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অভিযুক্ত শাওন মোল্লা বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে। ভাইরাল হওয়া ৩ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বরগুনা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদকে চড়থাপ্পড় মারছেন শাওন। এ সময় এক পথচারী শাওন মোল্লাকে বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। এরপর সদর থানার পুলিশ সদস্য আলমগীর হোসেন এসে শাওন মোল্লাকে সরিয়ে দেন।
ভিডিও দেখুন..
https://youtu.be/1cV0-UekQa0?si=6Tfj3_6j0DmpDZfU
নির্যাতনের শিকার বরগুনা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ বলেন, বেলা ১১টার দিকে আমি জেলা প্রশাসকের কার্যালয়ে যাই। সেখানে বিএনপি নেতা ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমাকে শাওন ডেকে বাইরে নিয়ে যান। এরপর তিনি আমাকে নানা ভাষায় বকাবকি করেন এবং লাঞ্ছিত করেন। সেখানে অনেক লোক ছিল। আমি এই ঘটনায় আইনি পদক্ষেপে যাব।
এ বিষয়ে জানতে শাওন মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কলা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘আমি ছুটিতে আছি। এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে পারব না।’