Search
Close this search box.
Search
Close this search box.

‘পরিবার সংশোধন করতে না পারলে রাষ্ট্র সংশোধন সম্ভব না’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘তোমাদের কাছে আমার প্রত্যাশা রাষ্ট্র যতদিন না পর্যন্ত পূর্ণগঠন হয় ততদিন পর্যন্ত ঘরে থেকে প্রশ্ন করবে। তোমাদের মধ্যে অনেকে আছে যাঁদের বাবা সরকারি চাকরি করে অথবা তোমার কোনো সহপাঠীর বাবা সরকারি চাকরি করে। তাঁর বাবার বেতন ২০ হাজার টাকা। কিন্তু সেই সহপাঠী আইফোন চালায়। তাঁর বাবা বাসা ভাড়া-ই দেয় ৫০হাজার টাকা। আমরা নিশ্চিত করতে চাই, আমরা প্রাথমিক শুদ্ধাভিযান শুরু করবো আমার পরিবার থেকে। তোমার বাবাকে প্রশ্ন করতে হবে, আপনার লক্ষ্যবস্তু কোথায়? আমি যদি আমার পরিবার সংশোধন করতে না পারি তাহলে রাষ্ট্র সংশোধন কোনোদিন সম্ভব না।’

আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া কোরক বিদ্যাপীঠের মাঠে আয়োজিত একছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এর আগে তিনি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা বাজারপাড়া এলাকায় চট্টগ্রামে ছাত্র আন্দোলনে নিহত মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন।

ছাত্র সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা যখন দেখেছি বিভিন্নভাবে ফ্যাসিস্ট শক্তি আমাদের মধ্যে ফিরে আসতে চায়, আমরা মাঝে মাঝে আমাদের কনফিডেন্টে ঘাটতি দেখি। কিন্তু আজকে চকরিয়াতে ঝড় বৃষ্টি আঁধার রাতে আপনাদের উপস্থিতি দেখে আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের আর কনফিডেন্টের ঘাটতি হবে না।’

শাহবাগের আন্দোলনের সময় একটি স্লোগানের কথা তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা যখন শাহবাগে আন্দোলন করতাম আমাদের একটা স্লোগান ছিল ‘ঝড় বৃষ্টি আঁধার রাতে আমরা আছি রাজপথে।’ পাঁচ মিনিট শিক্ষার্থীরাও তাঁর সঙ্গে স্লোগানটিতে কণ্ঠ মেলান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি জানি তোমাদের প্রত্যেকের শুধু একটা জিনিসের অভাব এবং সেটি হচ্ছে ‘ভয়’।তোমাদের কোনো ভয় নাই। তোমরা নির্ভয়ে বুলেটের সামনে বুক পেতে দাঁড়াও। আমরা বিশ্বাস করি এই প্রজন্ম যাঁরা শহীদ হয়েছে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, হৃদয় তরুণ তাঁদের দায়ভার আমাদের ওপর রয়েছে। আমরা এই স্বত্ত্বা নিয়ে তাঁরা যেমন বাংলাদেশ দেখার জন্য তাঁদের জীবন দিয়েছিল আমরা এই শিক্ষার্থীরা তেমন বাংলাদেশ জীবন দিয়ে হলেও নির্মাণ করবো। সে ক্ষেত্রে তোমাদের কাছে চাওয়া থাকবে তোমাদের তিনটি কাজ সবসময় করতে হবে। ১. নিয়মিত পড়াশোনা করতে হবে ২.তোমাদের প্রতিদিন পড়াশোনা করতে হবে ৩.যে কোনো পরিস্থিতি আসুক না কেন পড়াশোনা কখনও ছাড়া যাবে না। সুতরাং তোমরা পড়াশোনার মধ্যেই থাকবে।

ফেসবুক চালানো প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ফেসবুক চালাইতে প্রচুর সময় নষ্ট করবে না। দিনশেষে তুমি যদি ভালো রেজাল্ট না করো তাহলে তোমাদের বাবা-মা খুশি হবে না। আমাদের প্রকৃত অভিভাবক রাস্তার কোনো টোকাই না। আমাদের প্রকৃত অভিভাবক রাজনৈতিক কোনো দলের নেতা না। আমাদের প্রকৃত অভিভাবক আমাদের বাবা-মা। সুতরাং ফেসবুকে কোনো নেতাকে প্রিয় অভিভাবক বলার দরকার নাই। আমরা যখন ফ্যাসিস্ট সরকারকে রাস্তা থেকে হটিয়েছি, দেশ থেকে বিতাড়িত করেছি। আমাদের প্রশ্ন করা হতো বিকল্প কে? সবাই নিজ নিজ কণ্ঠে বলুন ‘বিকল্প আমি।’ ‘বিকল্প আমি।’…..

সমাবেশে আরও বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ।

3Shares