👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ১০টি গ্রাম পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। ঢলের তোড়ে ভেঙে গেছে জারুলবনিয়া সড়কের দুইটি অংশ। সন্ধ্যা সাতটার পর থেকে বিভিন্ন বসতঘরে পানি ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা বলেন, গত বুধবার রাত থেকে টানা ভারি বর্ষণ হচ্ছে। এতে পাহাড়ের উজান থেকে নেমে আসা ঢলের তোড়ে ভেঙে গেছে জারুলবনিয়া সড়কের দুটি অংশ। এরমধ্যে একটি অংশে গত এক সপ্তাহ ধরে স্থানীয় যুবকেরা স্বেচ্ছাশ্রমে মাটি ফেলছিলেন। পাহাড়ি ঢলের তোড়ে সব ভেঙেচুরে একাকার হয়ে গেছে।
জারুলবনিয়া এলাকার মোহাম্মদ মানিক (৩০) বলেন, তাঁর বসতঘরে পানি ঢুকেছে। সন্ধ্যা সাতটার দিকে তাঁর বসতবাড়িসহ বিভিন্ন বসতঘর প্লাবিত হতে শুরু করেছে। যেভাবে ভারি বৃষ্টি হচ্ছে তাতে এলাকার সব বাড়িঘর ডুববে বলে মনে হচ্ছে।
শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন বলেন, তিনদিনের টানা বৃষ্টির কারনে ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। কিছু বসতঘর ও দোকান-পাটে পানি ঢুকেছে। রাতে টানা বৃষ্টি হলে ইউনিয়নের ৯০ভাগ এলাকা পাহাড়ি ঢলে ডুবে যাবে।
তিনি বলেন, স্থানীয় লোকজনকে নিজ দায়িত্বে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।