Search
Close this search box.
Search
Close this search box.

মহেশখালীতে শটগানসহ এক ব্যক্তি গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনীর বিশেষ অভিযানে শটগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রমিজ উদ্দিন (৪৫)। তাঁর বাড়ি কালারমারছড়ার ৬নম্বর ওয়ার্ডে।

নৌবাহিনী জানায়, রমিজ উদ্দিন চিহ্নিত সন্ত্রাসী ও পরিবহণ চাঁদাবাজ। তাঁর ঘর তল্লাশি করে একটি শটগান ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা ও অস্ত্র মামলা রয়েছ ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত ভট্টাচার্য্য বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

41Shares